চবিতে কোম্পানীগঞ্জ স্টুডেন্টস ফোরামের নবীন বরণ

নবীন এক শিক্ষার্থীর হাতে স্মারক তুলে দিচ্ছেন সংগঠনটির দায়িত্বশীলরা।
নবীন এক শিক্ষার্থীর হাতে স্মারক তুলে দিচ্ছেন সংগঠনটির দায়িত্বশীলরা।  © এ এইচ আজহার

‘জ্ঞানের পথে একসাথে’ প্রতিপাদ্যকে ধারণ করে পথ চলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ কোম্পানীগঞ্জ (নোয়াখালী) স্টুডেন্ট ফোরাম। মঙ্গলবার সকালে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের চাকসু মিলনায়তনে ২০১৮-১৯ সেশনের নবীনদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে নবীনদের ফুল এবং স্মারক দিয়ে বরণ করে নেয় ফোরামের সদস্যরা। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ‘বুক রিভিউ কম্পিটিশন’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন বিভাগে ভালো ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা ফোরামের নবীন সদস্যদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, কোম্পানীগঞ্জ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও ফোরামের প্রাক্তন সদস্য জাহান উদ্দিন, বিজিএমইএর পরিচালক, কোম্পানীগঞ্জ সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি ও ফোরামের প্রাক্তন সদস্য সাইফ উল্লাহ মানসুর, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ফোরামের সাবেক সভাপতি নূর নবী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাহাব উদ্দিন, ফোরামের সাবেক সাধারণ-সম্পাদক আব্দুল মতিন তুরাগ, কোম্পানীগঞ্জ সমিতি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন সবুজ, কোম্পানীগঞ্জ সমিতি চট্টগ্রামের সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল ও মিঠাই গ্রুপ এন্ড বেভারেজের পরিচালক আলমগির সৈকত।


সর্বশেষ সংবাদ