যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স: জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে আমরা যৌন নিপীড়নকে কখনো ছাড় দেয়নি। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে যৌন নিপীড়নের দায়ে চাকরীচ্যুত হওয়ার ঘটনা রয়েছে। শুধু তাই নয়, পদোন্নতিও আটকে দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও ঘাতদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি র মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, নারী অথবা দুর্বল কারো উপর আক্রমণ করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এসবের প্রতিবাদ করে আসছে। কিন্তু আজকের মানববন্ধন আমাদের শিক্ষক হিসেবে শিক্ষার্থী হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা। একজন মাদরাসা শিক্ষার্থীর উপর এমন পাশবিক নির্যাতনের সাথে জড়িত ঐ মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীসহ অনেকেই জড়িত। দেশের অন্য যেকোনো জায়গায় এ ধরনের নির্যাতনের যে স্বাভাবিক শাস্তি হয়ে থাকে তার থেকে আরো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, অনেকেই মনে করেন কেবল শিক্ষা প্রতিষ্ঠানে এসব ঘটনা বেশি ঘটছে। আসলে বিষয়টা তা না। দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা হরহামেশা ঘটতেছে । কিন্তু আমরা মিডিয়ার কারণে হোক বা ফোকাসিং না হওয়ার কারণে হোক শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাই বেশি দেখি।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অ-যোগ্য অধ্যক্ষের সমালোচনা করে উপাচার্য বলেন, দেশে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান বা অনেকে যারা শিক্ষাপ্রতিষ্ঠান বানাচ্ছে তারা এখন অতিমাত্রায় এই পেশায় ঢুকে যাচ্ছে। যাদের চামড়ার ব্যবসা, মাছের ব্যবসা করার কথা ছিল কিংবা কালো টাকা হালাল করার জন্যও অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান করে তার অধ্যক্ষ হয়ে বা প্রধান হয়ে বসে পড়েন। যারা শিক্ষক হওয়ার নূন্যতম যোগ্যতা রাখে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।
এছাড়া মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. শাহজাহান, অধ্যাপক ড. শামীমা বেগম, অধ্যাপক ড. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. হোসনে আরা জলী, জবি নীল দলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল প্রমুখ।