১৬ এপ্রিল ২০১৯, ১৬:১৫

নুসরাত হত্যাকারীদের শাস্তি দাবি জবি শিক্ষক সমিতির

জবিতে মানববন্ধন

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি মানবন্ধন করেছে। মঙ্গলবার ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাগ্রতা প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের ঘটনার শাস্তি অন্য প্রতিষ্ঠানের থেকে দ্বিগুণ হওয়া উচিত। শিক্ষাপ্রতিষ্ঠানকে কলঙ্কিত করার এই ঘটনার প্রতি সমবেতভাবে জবি পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি আরো বলেন, ‘অতীতে শিক্ষকদের কোনো লোভ বা লালসা ছিলো না। তারা দরিদ্র জীবনযাপন করতো। কিন্তু বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান এখন লোভনীয় জায়গা। শিক্ষকতার মহান ব্রত মানুষ গড়ার কারিগর থেকে বেড়িয়ে এসে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানকে লাভজনক জায়গায় পরিনত করছে। অপকর্ম ও দুর্নীতির টাকা জায়েজ করতে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। শুধুমাত্র নিজস্ব স্বার্থে ব্যক্তিগত উদ্যোগে নতুন নতুন মাদ্রাসা, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে।

জবি উপাচার্য শিক্ষকদের লাভ বা লালসা থেকে বেরিয়ে এসে মহান পেশাকে কলঙ্কমুক্ত করার আহবান জানান উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ রকম ঘটনার প্রতি জিরো টলারেন্স ঘোষণা করেন জবি উপাচার্য।