কুবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের আদর্শিক ও পেশাগত দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় নেতারা জুলাই অভ্যুত্থানে কুবির ভূমিকা ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অদূরেই স্বপ্নচূড়া রিসোর্টে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানভীর (মোহাম্মদ) হায়দার আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন এবং কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজাহারুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শাখার সেক্রেটারি মোজাম্মেল হোসাইন আবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, ‘আপনারা জানেন, সারা বাংলাদেশে প্রথম ক্র্যাকডাউনের শিকার হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়েই প্রথম পুলিশি হামলা চালানো হয়। যার ধরুন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আন্দোলন স্ফুরিত হয়। জুলাই অভ্যুত্থানে যেই বিশ্ববিদ্যালয়ের এত বড় অবদান সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জ্ঞানগত জায়গা আরও বেশি শাণিত করতে হবে।’
আয়োজকরা জানিয়েছেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের সঠিক ক্যারিয়ার পরিকল্পনা ও জীবনের আদর্শিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।