মহানবীকে নিয়ে কটূক্তি করা জবির সেই শিক্ষার্থী কারাগারে

ফরহাদ হোসেন
ফরহাদ হোসেন  © ফাইল ফটো

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন এ আদেশ দেন।

সোমবার মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক রুবেল খান ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন। এ সময় তিনি ফাহাদকে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ১২ এপ্রিল আসামি ফাহাকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার এক সিএমএম আদালত।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ফাহাদের বিরুদ্ধে মামলা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. নূর-ই-আলম। পরে ১১ এপ্রিল সন্ধ্যায় শাখারীবাজার শনি দেবের মন্দিরের সামনে থেকে ফাহাদকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। এতে অন্যান্য ধর্মকে নিয়েও কটূক্তিমূলক স্ট্যাটাস দেন তিনি।


সর্বশেষ সংবাদ