১৪ এপ্রিল ২০১৯, ২২:১২

বশেমুরবিপ্রবিতে যৌন নিপীড়ককে ঘৃণা জানাতে থুথু ডাস্টবিন

বৈশাখী মেলাতে থুথু ডাস্টবিনে

পহেলা বৈশাখ পালন করা হয় সকল অন্যায় গ্লানিকে দূর করে শান্তির বার্তা নিয়ে নতুন বছর শুরু করার জন্য। কিন্ত সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক আক্কাছ আলীর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগ উঠেছে এবং ফেনীর সোনাগাজিতে নুসরাতকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যা করে।

আর এই ধর্ষক ও যৌন নিপীড়কের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৈশাখী মেলার থুথু ডাস্টবিনে। ওই ডাস্টবিনের গায়ে লাগানো ছিল ধর্ষক সিরাজ উদ দোলা ও যৌন নিপীড়ক আক্কাছ আলীর ছবি সংবলিত পোস্টার। সেখানে লেখা রয়েছে যৌন নিপীড়কদের প্রতি ঘৃণা দিন। দেখা যায় মেলাতে ঘুরতে আসা শিক্ষার্থীরা যৌন নিপীড়কদের প্রতি ঘৃণা জানাতে তারা থুথু ডাস্টবিনে থুথু ফেলেন।

এছাড়াও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের কালো ব্যানারে নববর্ষকে স্বাগত জানিয়ে ধর্ষক এবং যৌন নিপীড়ক এর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করা হয়। এ কালো ব্যানারে স্লোগান ছিল ‘প্রকাশ পাক জাতির শক্ত অবস্থান, মুক্ত হোক জাতির এই কলঙ্ক।’

প্রসঙ্গ্ত, সাম্প্রতিক দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক আক্কাছ আলীর বিচারের দাবিতে ৭ এপ্রিল থেকে আন্দোলন এবং অনশন করছে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন আক্কাস আলীকে সাময়িক বহিষ্কারসহ ঘটনাটি তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।