১৪ এপ্রিল ২০১৯, ১৮:৩৫

ছবিতে কুবির বর্ষবরণ উৎসব

মঙ্গল শোভাযাত্রার র‌্যালিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।  © শাহাদাত বিপ্লব

স্টলে সাজানো দেশীয় পিঠা, বাহারি ধরণের নাস্তা, মিষ্টি, পানীয়সহ নানা ধরণের খাবার। বৈশাখী চত্বরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। এ যে বাঙালী ঐতিহ্যের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খেলাধুলাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার সদস্যরা।

রোববার সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শালবন বিহার ঘুরে বৈশাখী চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়ার ছবি, বাঘের মুখ, হাতি ও টেপা পুতুল, মিনি ম্যাগাজিন, আলপনা ও নানা ধরনের কারুকার্য ও জমকালো‚ যা নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর চত্বরে বিভিন্ন বিভাগের স্টল ঘুরে দেখেন প্রশাসনের কর্তাব্যক্তিরা।

শোভাযাত্রা শেষে দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।

মঙ্গল শোভাযাত্রার র‌্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পথযাত্রা। ছবি: শাহাদাত বিপ্লব

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, কলা অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ সোহরাব উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ আতিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বর্ষবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন।

 

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বর্ষবরণ উৎসব।

 

এক শিক্ষকের মুখে ট্যাটো একে দিচ্ছেন রোভার স্কাউট সদস্য।

 

স্টল কর্মী উপাচার্যকে ফুল দিচ্ছেন।

 

পিঠা স্টল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিবর্গ।

এদিকে বৈশাখী চত্বরের স্টলগুলোতে ছিল ভিন্ন ধরণের পিঠার আয়োজন করা হয়েছে। কে কার চেয়ে ভালো পরিবেশন করতে পারেন তার প্রতিযোগীতায় যেন চলেছে স্টল গুলোতে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী সানিয়া হোসেন জানান, ‘বিভাগের জুনিয়র হওয়ায় আমাদের উপর সাজসজ্জা এবং স্টলের দায়িত্ব পড়েছে। এবারের বৈশাখটা একটু অন্যরকম। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৈশাখ উদযাপন করেছি। নতুন পরিবারটির সাথে খুব আনন্দেই যাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

 

উৎসবের দিনে সেলফিতে মেতেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: শাহাদাত বিপ্লব

 

বর্ষবরণ ‍উৎসব।