সদরঘাটে জবি শিক্ষার্থীদের ওপর লঞ্চ মালিক-শ্রমিকদের হামলা, আহত ১
রাজধানীর সদরঘাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর লঞ্চ মালিক-শ্রমিকরা হামলা করেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে সুমনা হাসপাতালে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ পরিস্থিতি দেখা যায়।
জানা গেছে, সদরঘাটে জবি শিক্ষার্থীদের ওপর লঞ্চ মালিক শ্রমিকদের একটি পক্ষ হামলা করেছে। এ সময় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা লঞ্চ টার্মিনালে উপস্থিত হন। লঞ্চ টার্মিনালের ৯ নম্বর ঘাট শিক্ষার্থীরা অবস্থান করছেন। হামলায় আহত নাবিল হোসেনকে সুমনা হাসপাতালে নেয়া হয়েছে। তাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, টার্মিনালের স্থানীয় রাজনৈতিক কিছু লোকের ইন্ধনে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জবি প্রক্টর ড. তাজাম্মুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো জানি না। জেনে জানাচ্ছি।