১৪ এপ্রিল ২০১৯, ১৬:৫৪

ক‌মছে দা‌রিদ্রসীমা, হ‌া‌রি‌য়ে যা‌চ্ছে মনুষ্যত্ব: জ‌বি উপাচার্য

  © টিডিসি ফটো

দে‌শের মানু‌ষের দা‌রিদ্রসীমা ক‌মে যা‌চ্ছে, মানুষ দিনে দিন ধনী হচ্ছে ত‌বে এখন যে অপশ‌ক্তি আমা‌দের উপর ভর ক‌রে‌ছে, তা‌তে ম‌নে হয় মানুষ মনুষ্যত্ব হা‌রিয়ে ফেল‌ছে। এই মন্তব্য ক‌রে‌ছেন জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের (জ‌বি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

র‌বিবার প‌হেলা বৈশা‌খের অনুষ্ঠা‌নে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়ত‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

এ সময় তি‌নি আ‌রো ব‌লেন, ফেনীর যে ঘটনা তা মে‌নে নেওয়ারমত না। কারণ এতো কম বয়সী একজন মে‌য়ের উপর সমা‌জের উচ্চস্ত‌রের মানু‌ষেরা যে পাশবিক নির্যাতন চা‌লি‌য়ে‌ছে তা মানবিকতার সর্ব‌নিম্নস্তর‌কেও হার মানায়।

‌তি‌নি আ‌রো ব‌লেন, বাংলা‌দেশ এক‌টি নাম যার পিতা বঙ্গবন্ধু, যার মাতা নদী। এ‌দে‌শের ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। আ‌গে স্লোগান হ‌তো 'পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা'। আমরা এবার মঙ্গল সোভাযাত্রায় আমা‌দের স্লোগান রে‌খে‌ছি, 'নদী বাঁচ‌লে বাঁ‌চ‌বে দেশ, বঙ্গবন্ধুর বাংলা‌দেশ'। আর মুল থিম ছিল 'নদী'। আমরা বাঙ্গালীত্ব ধারণ করে আমা‌দের সংস্কৃ‌তি‌কে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় নি‌য়ে এ‌গি‌য়ে যা‌চ্ছি।

এসময় অনুষ্ঠা‌নে আরো বক্তব্য রা‌খেন জাব ট্রেজারার অধ্যাপক সে‌লিম ভূঁইয়া, শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি দিপীকা রাণী সরকার, সাধারণ সম্পদক ড. নূর মোহাম্মদ প্রমূখ।

উ‌ল্লেখ্য, আজ প‌হেলা বৈশাখ উপল‌ক্ষে জ‌বির মঙ্গল শোভাযাত্রার এবারের মূল প্রতিপাদ্য ‘নদী’ ‘‘বাঁচলে নদী বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লেগান নি‌য়ে শোভাযাত্রাটি সকাল ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরানো ঢাকা বিভিন্ন সড়ক (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ওয়াইজ ঘাট, আহসান মঞ্জিল, মুন কমপ্লেক্স, পাটুয়াটুলী, বাটা ক্রসিং) শেষে আবারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে শেষ ক‌রে।

এবার জ‌বির মঙ্গল শোভাযাত্রায় মুখোশের পরিবর্তে মাছের প্রতিকৃতি তুলে ধরা হয়। এছাড়াও শুশক, বজরা, ডিঙ্গি, ময়ূরপঙ্খী নৌকা, নৌকা বাইচের প্রতিকৃতি স্থান পায়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে শুরু হয় সাংস্কৃ‌তিক অনুষ্ঠান। আর তা বিকাল ৫টা পর্যন্ত চলবে।