বৈশাখ উদযাপন হয়নি বশেমুরবিপ্রবির সিএসই বিভাগে
বৈশাখ বাঙালীর প্রাণের উৎসব। সমগ্র বাংলাদেশ আজ বৈশাখ উৎযাপনে ব্যস্ত। নতুন বর্ষকে বরণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (বশেমুরবিপ্রবি) করা হয়েছে নানা আয়োজন। কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করেনি কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষার্থীরা।
এ বিষয়ে সিএসই বিভাগের এক শিক্ষার্থী জানান, পহেলা বৈশাখ পালন করা হয় সকল অন্যায় গ্লানিকে দূর করে শান্তির বার্তা এনে দেয়ার জন্য। কিন্ত সাম্প্রতিক সময়ে আমাদের ক্যাম্পাসে আক্কাস আলী নামক এক শিক্ষক ছাত্রীদের যৌন হয়রানি করে এবং ফেনীর সোনাগাজিতে নুসরাত নামক এক মেয়েকে মাদ্রাসা শিক্ষক ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যা করে।
তিনি বলেন, ‘এমতাবস্থায় বৈশাখ পালন করে আনন্দ করা যায়না। তারই প্রতিবাদে তাই আমরা বৈশাখ পালন করা থেকে বিরত আছি।’
দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক আক্কাস আলীর বিচারের দাবিতে ৭ এপ্রিল থেকে আন্দোলন এবং অনশন করছে সিএসই বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন আক্কাস আলীকে সাময়িক বহিষ্কার সহ বিষয়টি তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।