ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এ সংগ্রহশালা উদ্বোধন করেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ২০৯ নম্বর কক্ষে এ জুলাই স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, টিএসসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হক, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদ সভাপতি ড. ফারুকুজ্জামান খান প্রমুখ।
এ বিষয়ে টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থান উদযাপনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা জুলাই স্মৃতি সংগ্রহশালা স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। চব্বিশের জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন থেকে ৯ দফা, ৯ দফা থেকে ফ্যাসিস্টের পদত্যাগের ১ দফা এবং চূড়ান্ত বিজয়- প্রতিটি ঘটনা স্থিরচিত্রের মাধ্যমে গ্যালারিতে তুলে ধরা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া ও ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে শহীদদের তালিকা উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক বেশ কিছু বই সংগ্রহশালার কেবিনেটে স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতায় আমরা এটি করতে পেরেছি। প্রশাসনের সহায়তায় এটি আরো সমৃদ্ধ করা হবে।’
এদিন জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিনের শুরুতে প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।