খুবিতে নববর্ষ উদযাপনে নিরাপত্তা বিষয়ক সভা

খুলনা বিশ্ববিদ্যালয়।
খুলনা বিশ্ববিদ্যালয়।  © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কার্যকরী ভূমিকায় নিয়োজিত থাকবে বলে জানানো হয়। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয় নিজস্ব সিকিউরিটির পাশাপাশি বিএনসিসি সদস্য এবং মেইন গেটে আর্চওয়ে স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ক্যাম্পাসে মেলা চলাকালে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট এবং গল্লামারীর পশ্চিমে লিনিয়র পার্ক মোড় থেকে সোনাডাঙ্গা বাইপাস ময়ূর ব্রিজ সংযোগ সড়কেও যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসময় সভায় ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও মেলা উদযাপন কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ কমিটির সদস্যবৃন্দ, কেএমপি, এনএসআই, ডিএসবিসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ