০৪ আগস্ট ২০২৫, ১৫:২০

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ সেপ্টেম্বরে

৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি  © টিডিসি সম্পাদিত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন/অধ্যাদেশ আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ও নির্ভুলভাবে অধ্যাদেশ তৈরিতে তারা কাজ করছেন। 

আজ সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত সংবাদ সম্মেলন শেষে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, চলতি মাসের মধ্যে অধ্যাদেশ চূড়ান্ত করার ব্যাপারে আমাদের চেষ্টা আছে। অধ্যাদেশ লেখার কাজ শেষ হলেও চূড়ান্ত অনুমোদনের জন্য সময়ের দরকার আছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সাথে আমাদের বসতে হবে। লেখালেখির কাজ শেষ হলে উপদেষ্টার সাথে বসে অধ্যাদেশ প্রকাশের তারিখ চূড়ান্ত করবো।

লোগোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের লোগোও আমরা চূড়ান্ত করেছি। লোগোর আরও কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে। সেটা শেষ করতে পারলে লোগোটাও প্রকাশ করা যাবে। অধ্যাদেশ ও লোগো প্রকাশের বিষয়ে শিগগিরই জানা যাবে।

এর আগে, এদিন শিক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিষয়ে ইউজিসির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির প্রস্তাবিত কাঠামোটি বাস্তবায়ন করা সম্ভব। সাত কলেজ নিয়ে প্রস্তাবিত কাঠামো/রূপরেখার বিষয়গুলো চূড়ান্ত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন/অধ্যাদেশের খসড়া এ বিভাগে প্রেরণে জন্য কমিশনকে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।’

ব্রিফিংয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

মো. মজিবর রহমান বলেন, সাত কলেজকে স্কুল অব সায়েন্স, স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল এন্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে।

তিনি বলেন, স্কুল অব সাইন্সের অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। স্কুল অব বিজনেস স্টাডিজে থাকবে সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস এন্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের আওতায় কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ থাকবে।