চবি ছাত্রীর শ্লীলতাহানি: বাস চালকের তিন দিনের রিমান্ড

আটক বাস চালক বিপ্লব দেবনাথ।
আটক বাস চালক বিপ্লব দেবনাথ।  © টিডিসি ফটো

চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের প্রথমবর্ষের ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বাস চালক বিপ্লব দেবনাথকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে বাস চালক বিপ্লব দেবনাথকে গ্রেপ্তার করা গেলেও ভুক্তভোগী শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাকারী হেলপারকে এখনো সনাক্ত করা যায়নি বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন। তিনি বলেন, আমরা বাস চালকের তিন দিনের রিমান্ডের অনুমতি পেয়েছি। জিজ্ঞাসাবাদ শেষে পুরো ঘটনা বের হয়ে আসবে বলে আমরা আশাবাদী।

এর আগে, গত ১১ এপ্রিল চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় বাস চালক বিপ্লব দেবনাথকে ১৩ এপ্রিল শনিবার রাত ১ টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি তার ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রী বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট হতে ৩নং বাসে ওঠেন। বাসটি নগরের রিয়াজুদ্দিন বাজার এলাকায় পৌঁছালে ভুক্তভোগী ছাড়া সব যাত্রী নেমে গেলে বাসটি তার রুট পাল্টে স্টেশন রোডের দিকে চলতে শুরু করে।

এসময় ভুক্তভোগী মেয়েটি ড্রাইভারকে বাস থামাতে বললে বাসের হেলপার তার দিকে ধেয়ে যায় এবং তার গলায় ওড়না পেঁচিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় দম বন্ধ হয়ে আসলে আত্মরক্ষার্থে তার হাতে থাকা মোবাইল দিয়ে হেলপারটিকে আঘাত করে চলন্ত বাস থেকেই লাফ দেয়। পরে সে একটি রিকশাওয়ালার সাহায্য নিয়ে বাসায় ফিরেন। এ ঘটনায় শুক্রবার কোতোয়ালি থানায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলা দায়ের করেন।


সর্বশেষ সংবাদ