বৈশাখ বরণে প্রস্তুত তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ
তিতুমীর কলেজ  © টিডিসি ফটো

চৈত্র সংক্রান্তিতে সকল পুরোনো জীর্ণতাকে বিদায় দিয়ে নতুন দিনের নতুন শপথের সূচনা করতেই বৈশাখের আগমন। প্রতিবছর বৈশাখ আসে, তবে সঙ্গে থাকে নতুন কিছু স্বপ্ন আর কিছু সম্ভাবনা। সব মিলিয়ে সর্বজনীন এবং অসাম্প্রদায়িক বাঙ্গালির বাঙ্গালীয়ানা ও রঙ্গিন সূচনার অভ্যুদয় ঘটে বৈশাখে। রঙ্গের এই উৎসবে সারাদেশের সকল ক্যাম্পাসের মতই রঙিন সাঁজে সাজছে তিতুমীর কলেজ।

নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতিও প্রায় শেষের দিকে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমনই জানিয়েছেন কলেজের বৈশাখ আয়োজক কমিটির প্রধান সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তালাত সুলতানা এবং সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রিতা খন্দকার। তারা জানান, এবারের পহেলা বৈশাখের মূল আকর্ষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বৈশাখী রঙ্গে রাঙিয়ে তুলতে মূল ফটক থেকে শুরু করে বিজ্ঞান ভবনের আঙিনা পর্যন্ত রাঙানো হবে আলপনায়। যেখানে প্রাধান্য পাবে বাঙালির ঐতিহ্যের দেশীয় সংস্কৃতি। বিজ্ঞান ভবনের সামনে আলোকিত হবে বৈশাখী মঞ্চ।

পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে ৮টায় বিজ্ঞান ভবনের আঙিনায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশাখী গান, কবিতা আর বিএনসিসি সদস্যদের পরিবেশনায় নৃত্য। এছাড়াও দিনব্যাপী রয়েছে নানা আয়োজন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, বর্ষবরণের আয়োজনে বাঙালির সংস্কৃতিকে শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা থাকে আমাদের। ইতোমধ্যে আয়োজনকে সফল করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে আয়োজক কমিটি। প্রতিবছর শোভাযাত্রার জন্য রঙ-বেরঙের মুখোশ তৈরি করা হলেও এবার রাষ্ট্রীয় নির্দেশনার কারণে মুখোশ তৈরি করা হচ্ছে না। অন্যান্য সকল আয়োজনও প্রায় শেষের পথে। আশা করছি সুন্দর ও সুষ্ঠুভাবে এবারের বৈশাখ উদযাপিত হবে।


সর্বশেষ সংবাদ