নজরুল বিশ্ববিদ্যালয়ে ঘুমের ওষুধ খেয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা ছাত্রী হলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের এক শিক্ষার্থী। শুক্রবার (১ আগস্ট) সকালে হলের ৬ষ্ঠ তলায় নিজ কক্ষে প্রায় ৩০টি ঘুমের ওষুধ সেবনের পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, রাতভর ওই শিক্ষার্থীর কক্ষ থেকে কান্নার শব্দ শুনতে পান আশপাশের শিক্ষার্থীরা। সকাল বেলায় দরজা খোলা পেয়ে তারা কক্ষে ঢুকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশে পড়ে ছিলো খালি ওষুধের প্যাকেট। তাৎক্ষণিকভাবে বিষয়টি হলে জানানো হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিয়ে হল প্রভোস্ট ড. হাবিবা সুলতানা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীর অবস্থা এখন স্থিতিশীল। আমরা জানতে পেরেছি পারিবারিক সমস্যার কারণেই সে আত্মহত্যার চেষ্টা করেছে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে হলে নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন, আমরা সে ব্যবস্থা নেবো।’
বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ বলেন, ‘আমি বর্তমানে ক্যাম্পাসে নেই। দুইজন শিক্ষার্থীকে তাকে দেখার দায়িত্ব দিয়েছি। তার পরিবারের সদস্যরাও হাসপাতালে আসছেন।’