৩১ জুলাই ২০২৫, ০০:৪৪

বাকসাসের গৌরব ও সাফল্যের ৬ বছর, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাকসাসের গৌরব ও সাফল্যের ৬ বছর, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  © টিডিসি ছবি

সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস) ছয় বছরে পদার্পণ করেছে। ২০১৯ সালের ২৮ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

সকালে কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এতে অংশ নেন বাকসাসের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিরা। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

আলোচনা সভার শুরুতেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবং মাইলস্টোনে সংঘটিত সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাকসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এম. মোশাররফ হোসাইন, ‘আজকের দৈনিক’-এর সম্পাদক ইসরাফিল মোল্লা, ‘দৈনিক স্বদেশ বাংলা’-র সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান, ‘দৈনিক কালবেলা’-র বিভাগীয় প্রধান পলাশ মাহমুদ, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আমানুর রহমান রনি, সাজিদুল ইসলাম সজিব, জাফর ইকবাল, নাজমুল হোসাইন প্রমুখ।

এছাড়া নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুয়েন, জাহেদ বিন নাছির, জাহিদ আহসান, নেওয়াজ খান বাপ্পি, মুনতাসীর আহমেদ, মারুফ, আদীবসহ আরও অনেকে বক্তব্য রাখেন। রাজনৈতিক অঙ্গনের অতিথি হিসেবে ছিলেন মীর আহমেদ বিন কাশেম, মোখলেসুর রহমান ও হাফিজুর রহমান।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং তরুণদের গণতান্ত্রিক চর্চায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বাকসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা মনে করেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনে তরুণদের আরও এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানের শেষাংশে নবনির্বাচিত কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভবিষ্যতের পরিকল্পনা ও দিকনির্দেশনা উপস্থাপন করা হয়।