মহানবীকে নিয়ে কটূক্তিকারী সেই জবি শিক্ষার্থী গ্রেপ্তার
মোহাম্মদ (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করায় জগন্নাাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শাখারীবাজার এলাকা থেকে তাকে আটক করে কোতায়লী থানা পুলিশ।
জানা যায়, বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (রোল নং- ১৭০১০১০৩৬) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করে এবং অন্যান্য বিভিন্ন ধর্মকে নিয়েও কটুক্তিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে অনেকদিন ধরে। যা ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে।
তারই পরিপ্রেক্ষিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জবি শাখার উদ্যোগে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফাহাদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে। গত রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোতয়ালী থানায় আইসিটি আইনে মামলা করা হয় ফারহাদের বিরুদ্ধে। ঐ মামলায় আজ সকালে কোতায়লী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, আইসিটি আইনের মামলায় ফারহাদকে সকালে আটক করা হয়েছে। দুপুর পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হবে।