জাককানইবিতে পরিবহন সংকট নিরসনে শিক্ষার্থীদের আন্দোলন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পরিবহন সংকট নিরসনে অবস্থান কর্মসূচিতে যাওয়া শিক্ষার্থীরা আন্দোলন করেছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক নম্বর গেইটে জড়ো হয়ে নিজস্ব বাসের দাবিতে বিভিন্ন স্লোগানে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা।
এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান সহ অন্যান্য সহকারী প্রক্টরগণ শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রশাসন শুধু আশ্বাস দেয়, কোন ধরনের পদক্ষেপ নেয় না। গত মাসেও শিক্ষার্থীরা বাসের জন্য পরিবহণ প্রশাসকের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেছিল, তখনও আশ্বাস দেয়া হয়েছিল বাস বাড়াবে। আশ্বাসের পর আশ্বাস আসছে কিন্তু বাস্তবায়নের খবর নেই। আমরা শিক্ষার্থীরা কষ্ট করে গাদাগাদি করে যাতায়াত করছি। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ধৈর্যের সীমা অতিক্রম করেছে, দ্রুত বিষয়টির সমাধান না করলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা।
বেলা আড়াইটার দিকে উপাচার্য অবস্থান কর্মসূচি স্থলে হাজির হলে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ফিরোজ আহমেদ উপাচার্য বরাবর তাদের দাবি দাওয়া পেশ করেন।
শিক্ষার্থীদের দাবি- নতুন দশটি বাস দেয়া। ফিটনেসবিহীন ও ভাঙাচোরা বাসগুলো স্থলাভিষিক্ত করে নতুন বাস দেয়া। শুক্রবার, শনিবারে দুটো বাস সংযোজন এবং নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের অনুপাতে বাস সংযোজন করতে হবে।
উপাচার্য মহোদয় বলেছেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চারটা বাস এবং ভাড়া করা নয়টা বাস রয়েছে। ইতিমধ্যে আজ একটি বাস যুক্ত হয়েছে। ছুটির পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা বাস যুক্ত হবে। এছাড়াও পরবর্তী তিন মাসের মধ্যে নতুন দুটো নিজস্ব বাস পাওয়া যাবে। পরবর্তী এক মাসের মধ্যে আরও একটি বাস দেয়া হবে। অর্থাৎ পাঁচ মাসে পাঁচটি বাসের ব্যবস্থা করা হবে। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর মুড়ির টিনের বাস চলতে দেয়া হবে না। ঈদের ছুটির মধ্যে ফিটনেসবিহীন বাস পরিবর্তন করে দেওয়া হবে বলেও জানান তিনি।