জবিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের সনদ ও গুণীশিক্ষক সম্মাননা প্রদান

গুণীশিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান
গুণীশিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষানবিশ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও গুণীশিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। জবি পরিসংখ্যান বিভাগের আয়োজনে এবং ক্রাউন সিমেন্টের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

জবি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা জনাব শংকর কুমার রায়।

উল্লেখ্য, ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ দেশজুড়ে ‘বিজনেস রিসার্চ অন ব্র্যান্ড ইকুইটি’ গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে, যার অংশ হিসেবে পরিসংখ্যান বিভাগ, জবির ২৭ জন শিক্ষার্থী উক্ত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করে সফলতার সাথে শেষ করে। এছাড়াও জবির সাবেক ও বর্তমান ৬ জন গুণীশিক্ষকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং ক্রাউন সিমেন্টের রিসার্চ প্ল্যানিং ও বিজনেস ডেভলেপমেন্ট বিভাগের নির্বাহী এস এম আতিকুর রহমান উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ