২৭ জুলাই ২০২৫, ১৭:৫১
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফরম পূরণের সময় ফের বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ২৮ জুলাই, চলবে ২ আগস্ট পর্যন্ত।
রবিবার (২৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে ফরম পূরণ ২৮ জুলাই শুরু হয়ে চলবে ২ আগস্ট পর্যন্ত।
কলেজ থেকে ডাটা এন্ট্রির শেষ সময় ২ আগস্ট। সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ ৩ আগস্ট। এর আগে ফরম পূরণের শেষ সময় ছিল ২০ জুলাই।