১১ এপ্রিল ২০১৯, ১৭:৪২

জনসাধারণের প্রতি জবি উপাচার্যের বৈশাখের আমন্ত্রণ

জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবারের পক্ষ থেকে ঢাকাবাসীকে বৈশাখী উৎসবে এবং মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আয়োজনে ৭ম বার্ষিক অ্যাথলেটিক্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সঙ্কটের মধ্যেও আমাদের ফলাফল অনেক ভালো। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। যতগুলো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আমরা তুলনা মূলক প্রথম অবস্থানে আছি। এতো প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়কে সবসময় ব্রান্ডিং করার চেষ্টা করব। আগামী বছর গুলোতে আরো ভালো কোনো আয়োজন করব আমরা।

তিনি বলেন, এবার বাংলা নববর্ষের সবচেয়ে বড় আয়োজনটি হবে আমাদের বিশ্ববিদ্যালয়ে। যে আয়োজনটি করছি তা হবে এবারের সেরা আয়োজন। ঢাকার অন্যান্য অঞ্চলে তো মেট্রোরেল, ওভারব্রিজসহ নানা উন্নয়ন কাজ চলায় সেখানে মঙ্গল শোভাযাত্রার মতো আয়োজন করা জটিল হয়ে পড়বে। আমাদের এখানে কোন যানজট নেই। সেক্ষেত্রে উন্মুক্ত ভাবে যেকেউ বৈশাখ উদযাপন করতে চায় তবে চলে আসতে পারেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবারের আয়োজনের স্লোগান উল্লেখ করে বলেন, এবারের আয়োজনের থিম নদী। আমাদের স্লোগান হচ্ছে বাঁচলে নদী বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। নদীকে উপস্থাপন করার জন্য যতগুলো অনুষঙ্গ লাগে সবগুলো থাকবে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা সরকার, ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. নূর ছাত্রকল্যানের পরিচালক আব্দুল বাকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।