শিক্ষক আক্কাস আলীর বিচারের দাবিতে আজও অনশনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যৌন নির্যাতনকারী শিক্ষক আক্কাস আলীর বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো অনশন ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে অব্যাহত রয়েছে তাদের ক্লাস-পরীক্ষা বর্জনসহ আক্কাস আলীর স্থায়ী চাকরিচ্যুতির পক্ষে ছাত্রীদের গণসাক্ষর সংগ্রহ কর্মসূচি। এছাড়া আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অনশনরত শিক্ষার্থীরা ফেনীতে অগ্নিদগ্ধ হয়ে নিহত নুসরাতের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করেন।
অনশনরত এক শিক্ষার্থী জানান, ‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে নুসরাতকে। এমন মৃত্যু সমগ্র জাতির জন্য লজ্জাজনক, দুঃখজনক। বর্তমানে দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই ঘটছে এমব যৌন নির্যাতনের ঘটনা। কিন্তু এসকল ঘটনার সঠিক বিচার না হওয়ায় ক্রমশ বেড়েই চলছে যৌন নির্যাতন। এজন্য অভিযুক্ত শিক্ষক সিরাজুদ্দৌলা এবং আক্কাস আলীসহ সকল যৌন নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
উল্লেখ্য গত ৮ এপ্রিল থেকে আক্কাস আলীর স্থায়ী চাকরিচ্যুতির দাবিতে অনশন করছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে আক্কাস আলীকে সাময়িক বহিষ্কারসহ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া তদন্ত কমিটিকে নির্দেশ প্রদান করা হয়, পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে। সে সময় শেষ হচ্ছে আজ।