মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় খুবি উপাচার্যের শোক, জুলাইয়ের অনুষ্ঠান স্থগিত
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো.নাজমুস সাদাত।
জানা গেছে, ‘জুলাই আন্দোলন স্মৃতি ’উদযাপন এর অংশ হিসেবে কবিতার সংগঠন ‘অমিত্রাক্ষর’-এর আয়োজনে “পঙক্তিমালা” শিরোনামে একটি সাহিত্য অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। একই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাইকগাছা কৃষি কলেজের জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের অনুষ্ঠানও নির্ধারিত ছিল। তবে দুর্ঘটনার প্রেক্ষিতে উভয় অনুষ্ঠান স্থগিত করা হয়।
এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন কলেজের আকাশসীমায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ২২ জনের অধিক শিক্ষার্থী নিহত হয় ও আহত দেড়শতাধিক এবং দুর্ঘটনায় একজন শিক্ষানবিশ বিমানচালক নিহত হয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। ঘটনাটি সারা দেশে শোকের ছায়া ফেলেছে।