জবি রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে মাহাবুব ও নাজমুল
দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (PRS) অ্যাওয়ার্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৪–২৫ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহাবুব হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাজমুল হোসেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জবি রোভার স্কাউট ডেনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রিফাত রায়হান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
নব্য নির্বাচিত সভাপতি মাহাবুব হাওলাদার বলেন, সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আমি যেমন আনন্দিত, তেমনি অনেক দায়িত্বের বোঝাও আমার কাঁধে এসেছে। আমি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জবি রোভার স্কাউট গ্রুপের মর্যাদা আরও উচ্চস্থানে নিয়ে যেতে চেষ্টা করবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
নব্য নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, এই পদে নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের এবং দায়িত্বশীলতার নতুন অধ্যায়। আমি রোভার স্কাউট নীতিমালার যথাযথ বাস্তবায়ন, কার্যকর সমন্বয় এবং সুশৃঙ্খল পরিচালনায় সচেষ্ট থাকবো। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।