১৬ জুলাই ২০২৫, ১৮:৪৩

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  © টিডিসি

গোপালগঞ্জে জুলাই অভুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে। 

মিছিলে শিক্ষার্থীরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ’; ‘সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে’; ‘কণ্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়’; ‘ওয়ান টু থ্রি ফোর, মুজিববাদ নো মোর’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। 

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘চব্বিশের জুলাইয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সেভাবে এখন আবারও ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, স্বৈরাচারের জননী শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসে, তাহলে সবাইকে বিনাশ করতে সে বিন্দুমাত্র ভাববে না। অভ্যুত্থানকারীদের নিরাপত্তার ক্ষেত্রে ইন্টারিম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আজকে একটি বছর পর কেন গোপালগঞ্জে এই ঘটনা ঘটলো ইন্টেরিমের কাছে সেই প্রশ্ন রাখলাম৷ আজকের ন্যক্কারজনক ঘটনার জন্য গোপালগঞ্জের ডিসি এসপি কে প্রত্যাহার করতে হবে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’