জবিতে ছাত্রলীগের ইতিহাস সম্পর্কিত বই বিতরণ
ছাত্রলীগের গৌরবময় ইতিহাস সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ধারণা দেওয়ার লক্ষ্যে চার শতাধিক বই বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন।
রবিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা প্রায় ৪ শতাধিক বই বিতরণ করেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর লেখা ও সম্পাদিত ‘শেখ হাসিনার জয়যাত্রা’, ‘ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন’ এবং তার (রাব্বানী) রত্নগর্ভা মা তাসলিমা আজাদের ‘অপ্রকাশিত রচনাবলী’ এই তিনটি বই বিতরণ করেন আক্তার।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুইয়া, প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ সহ সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সকল দপ্তর প্রধানদেরসহ শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।
বই পেয়ে উচ্ছ্বাসিত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সবনম মুস্তারিন বলেন, বইগুলো সংগ্রহের ইচ্ছা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তবে আজ বইগুলো হাতে পেয়ে ভালো লাগছে।