১৬ জুলাই ২০২৫, ০৭:৫০

‘জুলাই শহিদ দিবস’  উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  © টিডিসি সম্পাদিত

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুলাই ২০২৫, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে; জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, এবং কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।