বেরোবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিভ্রান্তিকর তথ্য, ফেসবুকে ভাইরাল
- সৌম্য সরকার, বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০২:০৭ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:২১ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে কর্মচারি ইউনিয়নের কর্মবিরতি স্থগিতের সংবাদ বিজ্ঞপ্তিতে বিভ্রান্তমূলক তথ্য প্রদান করায় সমালোচনা এড়াতে পারছে না প্রশাসন। রবিবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সংবাদ শিরোনামে একবার ‘কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি স্থগিত’ লিখা হয়েছে আবার ভেতরে ‘কর্মবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয়’ লেখা হয়েছে। এর কোনটা সঠিক তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে গেছে। কর্মবিরতি যদি স্থগিত হয়, তবে কর্মবিরতির আনুষ্ঠানিক ঘোষণা কীভাবে আসে, যা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এনিয়েও প্রশ্ন উঠেছে।
দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবি নিয়ে কর্মবিরতি পালন করে আসছে কর্মচারি ইউনিয়ন। একপর্যায়ে কর্মবিরতি স্থগিত না আনুষ্ঠানিক ঘোষণা কোনটি সেটি নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে। এমন দায়িত্বহীনভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এছাড়াও সংবাদ বিজ্ঞপ্তিতে অসংখ্য বানান ভুল দেখা গেছে, যা নিয়েও সমালোচনা করেছেন অনেকে।
ওই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রশাসনকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে। এর আগেও বেশ কয়েকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বড় ভুল হয়েছে বলে জানা গেছে। এতে সমালোচনার মুখে পড়তে হয় প্রশাসনকে।
জানা গেছে, জনসংযোগ বিভাগে ইনফরমেশন অফিসার পদে মোহাম্মদ আলী নামে একজন থাকলেও অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে তাকে। এখন পর্যন্ত ঐ পদে কাউকে নিয়োগ প্রদান করা হয়নি।
এ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে আরিফুল ইসলাম নামে একজন সেকশন অফিসারকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি ও ভুলের বিষয়টি স্বীকার করে আরিফুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিভ্রাট ছিলো। এ কারণে তিনি ঠিকমতো খেয়াল করতে পারেননি বলেও জানিয়েছেন।