০৭ এপ্রিল ২০১৯, ২১:০৫

বিদ্যুৎ না থাকায় মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে বেরোবি শিক্ষার্থীদের অবরোধ   © টিডিসি ফটো

রবিবার সকাল থেকে সারাদিন বিদ্যুৎ না থাকায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সহ স্থানীয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৷ এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিদ্যুৎ না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছেনা। বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা। আজ দিনশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পার্কের মোড় সংলগ্ন বিভিন্ন ছাত্রাবাসে থাকা কয়েক'শ শিক্ষার্থী এ অবরোধে অংশ নেন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, রংপুরে অন্যান্য স্থানে বিদ্যুৎ থাকলেও এই এলাকায় আজ সারাদিন বিদ্যুৎ নেই। যার ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব বলেন, যেহেতু এই এলাকায় শিক্ষার্থীরা থাকেন,  সুতরাং সব সময় এই এলাকায় বিদ্যুৎ থাকা জরুরী। কেননা কোন না কোন পরীক্ষা লেগেই থাকে। অথচ আজ সারাদিন বিদ্যুৎ নেই। আরেক শিক্ষার্থী মুনতাসির মামুন বলেন, আগামীকাল তার পরীক্ষা আছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় পড়াশুনা করতে পারছেন না। তিনি বলেন, কর্তৃপক্ষ যাতে বিদ্যুৎ বিভ্রাটের দ্রুত সমাধান করে, সেজন্য তারা সড়ক অবরোধ করেছেন ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহিব্বুল হক জানান, বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দিয়েছে, তারা সঙযোগ দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন।

এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, প্রত্যেকটি বিদ্যুতের খুটিতে তিনটি ইনসুলেটর থাকে। বজ্রপাতের কারণে একটি খুটির তিনটি ইনসুলেটর-ই ফেটে গিয়েছিল। সংযোগ সচল করতে ওই এলাকার প্রত্যেকটি খুটিতে উঠে চেক করতে হয়েছে। তাই সময় লেগেছে। কেননা বাইরে থেকে বোঝার কোন উপায় নেই যে সমস্যাটা কোথায় ছিল।