১২ জুলাই ২০২৫, ০৮:১৪

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মহাসড়কে প্রতীকী অবরোধ

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রতীকী অবরোধ  © টিডিসি

যুবদল নেতাকর্মীরা ব্যবসায়ী মো. সোহাগ (৪৩) কে  হত্যা প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রতীকী অবরোধ করেন। শুক্রবার রাত ১০টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল ও বিজয়-২৪ হল থেকে শুরু করে উপাচার্য বাসভবন হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক আসে। 

এসময় প্রতীকী অবরোধ কর্মসূচি হিসেবে অন্তত ১০মিনিট যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশ করে  মিছিলটি শেষ করেন। এসময় তারা যুবদলের বিরুদ্ধে ভিবিন্ন স্লোগান দিতে থাকেন,‘যুবদল মানুষ মারে, তারেক রহমান কি করে’, ‘ছাত্রদল সন্ত্রাস করে, তারেক রহমান কি করে’, ‘২৪ এর বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই,’ ‘সাঈদ- ওয়াসীম- মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘বীর বাঙালির বায়না, চাঁদাবাজ চাইনা,’ ‘সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের কবর দে।’

দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,"আমরা এই নতুন বাংলাদেশে এসেও এখনো আমাদের মিডিয়া গুলো বিক্রিত।আমরা দেখেছি এই হত্যাকান্ডের ঘটনা গত ২দিনের আগের।কিন্তু কোনো মিডিয়া এই বিষয়ে কথা বলে নি।আমরা আজকের এই বিক্ষোভ থেকে বলতে চাই, বিএনপি-আপনারা সতর্ক হয়ে যান অন্যাথায় আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকেও করুন হবে।"

রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন,"গত ৯ তারিখ যে ঘটনা ঘটেছে,জুলাই পরবর্তী সময়ে এসে এধরণের ঘটনা আমরা বরদাস্ত করবো না।আবার যদি কেউ নতুন ভাবে আওয়ামী স্টাইলে ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে চায় তাহলে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো।"

আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম বলেন,"নতুন বাংলাদেশে আবারো নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আবার যদি কেউ নব্য সন্ত্রাসবাদ করতে চায় তাদের ধুলিস্যাৎ করা হবে।"