স্মার্ট রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড পেল ইবি শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৫০ জন শিক্ষার্থীকে স্মার্ট আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) কার্ড বিতরণ করার মধ্যে দিয়ে এই স্মার্ট আইডি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বাকী শিক্ষার্থীদের আগামী ১৫ তারিখের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
স্মার্ট আরএফআইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও আধুনিক হবে। একটি কার্ড দিয়েই তারা সব ধরণের সেবা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে ইবি প্রশাসন।
আইসিটি সেলের পরিচালক এবং স্মার্ট আইডি কার্ড প্রস্তত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলীর সঞ্চালনায় কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক, ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।