বেরোবি: কনসার্টে যৌন হয়রানির শিকার ছাত্রীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে যৌন হয়রানির শিকার হয়েছেন কয়েকজন ছাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ক্যাম্পাসের ১নং খেলার মাঠে এক ছাত্রীকে শ্লীলতাহানি করে বহিরাগত চার যুবক। পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে চলে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এর কিছুক্ষণ পর আবার পুলিশ ফাঁড়ির সামনে দুই তরুণীকে উত্যক্ত করে বখাটেরা। এসময় ওই দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
কনসার্টে আসা কয়েকজন দর্শক জানান, আয়োজন অনেক বড় হলেও পর্যাপ্ত নিরাপত্তা ছিলনা। তাই বখাটেরা অনেকের সঙ্গে বাজে আচরণ করেছে। রায়হান নামের এক শিক্ষার্থী বলেন, সন্ধ্যার পর অনুষ্ঠানস্থলে বখাটেদের উপদ্রব বেড়ে যায়। রাত আটটার পর থেকে তারা অনেক ছাত্রীর সাথে খারাপ আচরণ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফরিদ উল ইসলাম বলেন, রাত আটটা পর্যন্ত অনুষ্ঠানের অনুমোদন করা হয়েছে। এসময়ে ওই স্থানে নিরাপত্তাকর্মীরা কাজ করবে। নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান পরিচালনা করা ঠিক হবে না। পরবর্তীতে কিছু ঘটলে তার দায়ভার আয়োজক কমিটিকে নিতে হবে।
একাউন্টটিং বিভাগের বিভাগীয় প্রধান শাহীনুর রহমান বলেন, প্রক্টর অফিস থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি নেয়া হয়েছে। তবে শ্লীলতাহানির বিষয়ে তিনি কিছু বলেননি।