০২ এপ্রিল ২০১৯, ১৯:১৬

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে জয় দিয়ে শুরু ইবির

ইবি বাস্কেটবল টিম  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের বাস্কেটবলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (এআইইউবি) হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হওয়া ম্যাচে ৪৯-২৮ পয়েন্টের ব্যবধানে এআইইউবি’কে হারায় ইবি। বিজয়ী হওয়ার পর ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবলের সকল খেলোয়াড় ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলের অধিনায়ক সিদরাতুল মুনতাহা সঙ্গীত জানান, টুর্নামেন্টে ইবি শক্তিশালী দল। সকলের যৌথ প্রচেষ্টায় এ অর্জন। আশা করি আমাদের এ ধারা অব্যাহত থাকলে আমরাই চ্যাম্পিয়ন হবো।

বুধবার এআইইউবি জিমনিসিয়ামে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে লড়বে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে গত ১৭ মার্চ থেকে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’ শুরু হয়েছে। চ্যাম্পের অন্যতম ইভেন্ট বাস্কেটবলে দেশের সরকারী ও বেসরকারি মোট ১৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।