সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব

এনডিএফ বিতর্কে বিজয়ী হওয়ায় ফুলেল শুভেচ্ছা

ক্যারিয়ার এইড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ডিবেটের নেতৃবৃন্দের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন।
ক্যারিয়ার এইড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ডিবেটের নেতৃবৃন্দের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন।  © ইলিয়াস শান্ত

সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব (জিটিসি-ডিসি) সম্প্রতি ন্যাশনাল ডিবেট ফোরাম (এনডিএফ) কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কলেজের মর্যাদা পেয়েছে। এ মর্যাদায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ সকলে বিতর্ক ক্লাবের অর্জনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভাবে ক্যাম্পাসের শহীদ বরকত অডিটোরিয়ামের সামনে বিজয় বিতর্ক মঞ্চে ক্যারিয়ার এইড ফাউন্ডেশন বিতর্ক ক্লাবের নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্যারিয়ার এইড ফাউন্ডেশনের সদস্যসচিব এড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিতর্ক ক্লাবের এমন অর্জনে আমরা খুবই আনন্দিত। তিতুমীরের বিতর্ক ক্লাবে এমন কিছু বিতার্কিক আছেন, যাদের মাঝে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর সালমা বেগম। তিনি বলেন, আমাদের বিতর্ক ক্লাবের এ অর্জনকে সামনে রেখে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সকল ইতিবাচক কাজের প্রতি শিক্ষকদের সমর্থন রয়েছে উল্লেখ্য করে তিনি আরো বলেন, গতানুগতিক পাঠদানের রীতি থেকে বেরিয়ে এসে আমাদের আরো অনেক কিছু করার আছে। যার জন্য শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছে।

এরপর ডিবেট ক্লাবের সভাপতি মাহবুব হাসান রিপন, অন্যান্য নেতৃবৃন্দ এবং মডারেটরসহ সকলে কলেজের প্রিন্সিপালের কার্যালয়ে গিয়ে একত্রিত হয়। সেখানে ডিবেট ক্লাবের সভাপতি তাদের অর্জনের বিষয়ে প্রিন্সিপালের কাছে তুলে ধরেন। পরে ডিবেটের নেতৃবৃন্দ প্রিন্সিপালের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং এনডিএফ বিতর্কে বিজয়ী হওয়া ট্রফি প্রিন্সিপালের কাছে হস্তান্তর করেন।

অধ্যক্ষের কার্যালয়ে ট্রফি হস্তান্তর করছেন ডিবেটের সভাপতি রিপন।  ছবি: ইলিয়াস শান্ত

এসময় কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. আশরাফ হোসেন এবং ভাইস প্রিন্সিপাল ড. আবেদা সুলতানা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আশরাফ হোসেন বলেন, তোমাদের এমন অর্জনকে আমি অভিনন্দন জানাই। কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে মাঝেমাঝে এ ধরনের অর্জনেরও প্রয়োজন রয়েছে। ক্যাম্পাসে ডিবেট ক্লাবের স্থায়ী কোন অবস্থান নেই এমন বিষয়ে অধ্যক্ষ বলেন, ডিবেট ক্লাবের জন্য নির্দিষ্ট কোন কক্ষের ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে আমরা দেখবো।

এপ্রিলের ১৮ তারিখে কলেজের বিতর্ক ক্লাবের দিনব্যাপী কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা রয়েছে। এর মধ্যে কর্মশালায় কলেজের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতার জন্য প্রায় ৩০-৩৫টি টীম তালিকাভুক্ত হয়েছে। ডিবেটের কর্মশালা নিয়ে কলেজ কর্তৃপক্ষের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ জানান, তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কাজকে স্বাগত জানিয়ে আসছে। বিতর্ক ক্লাবের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চটা দেয়া হবে।

ডিবেটের সভাপতি রিপনের সাথে তাদের ক্লাবের সার্বিক কার্যক্রমের বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি আমাদের এনডিএফ বিতর্কের কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ কলেজের তকমা অর্জনে কলেজের সর্বস্তর থেকে বিশেষ অভিবাদন পাচ্ছি। এটা শুধু ক্লাবের অর্জন নয়, এটা পুরো তিতুমীরের অর্জন। রিপন আরো বলেন, এমন অর্জনের ধারাবাহিক আমাদের ধরে রাখতে হবে। সকলের সমর্থন আমাদের এ দায়িত্ব আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে।


সর্বশেষ সংবাদ