জবিতে কবি আবদুল হাই মাশরেকীর ১১০তম জন্মবার্ষিকী উদযাপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গীতিকবি আবদুল হাই মাশরেকীর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী উদযাপন করা হয়। কবি আবদুল হাই মাশরেকীর বিখ্যাত গান ‘আমায় এত রাতে ক্যানে ডাক দিলি’, ‘আল্লাহ মেঘ দে, পানি দে’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। আলোচক হিসেবে ছিলেন ভারতের কবি সৈয়দ হাসমত জালাল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্কর সাওজাল।
প্রসঙ্গত, সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি আবদুল হাই মাশরেকীর রচিত ঐতিহ্যবাহী গীতিকবিতা অবলম্বনে গান, নৃত্য ও পুঁথির অবলম্বনে নাটিকা পরিবেশিত হয়। গান, নৃত্য ও নাটিকায় পরিবেশনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এ সময় বিশিষ্ট চিত্রশিল্পী নাজমা আক্তার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইন্সটিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।