২১ জুন ২০২৫, ১৩:২৮

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

সুমাইয়া শারমিন শান্তা  © সংগৃহীত

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সুমাইয়া শারমিন শান্তা। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আজ শনিবার (২১ জুন) রাত একটা নাগাদ ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন সুমাইয়া। রোগ শনাক্ত হওয়ার পর প্রথমে দেশে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্টের অপারেশন সম্পন্ন হয়। কিন্তু অপারেশন সম্পন্নের পর আর জ্ঞান ফেরেনি তার। গতকাল দিবাগত রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন সুমাইয়া।

এ বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন, ‘আমাদের বিভাগের মেধাবী একজন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সুমাইয়া অত্যন্ত মনোযোগী ও মেধাবী শিক্ষার্থী ছিল। অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় থেকেও কীভাবে সে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেন।’