বঙ্গবন্ধুর সমাধিতে জবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার বিকেল ৪টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর শিক্ষক সমিতির নেতারা পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
ফুল দিয়ে শ্রদ্ধা শেষে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
আরো দেখুন: কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন জবি শিক্ষক সমিতি
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. নুর মুহাম্মদ, প্রগতি শিক্ষক দলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন