১৮ জুন ২০২৫, ১৩:০৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে সরাসরি সাক্ষাৎ সীমিত

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করা হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভাইস চ্যান্সেলরের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ে সরাসরি সাক্ষাৎ সীমিত করা হয়েছে। সাক্ষাৎ-প্রার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাক্ষাৎ অ্যাপয়েন্টমেন্ট সীমিত থাকবে।

এ ছাড়া গত ১২ জুন ২০২৫ তারিখে জারি করা আগের নির্দেশনা বহাল থাকবে। যেখানে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক সভা সরাসরি না হয়ে অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরে মাস্ক পরা বাধ্যতামূলক; উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারারের দপ্তরে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ ও কোনো দপ্তরে তিনজনের বেশি একসঙ্গে থাকা যাবে না।

আরও পড়ুন: টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের ২০ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

করোনার উপসর্গ দেখা দিলে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর বা আইইডিসিআরের হটলাইন (০১৪০১-১৯৬২৯৩)-এ যোগাযোগ করে কোভিড পরীক্ষা করাতে হবে এবং ফলাফল দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

সেবাগ্রহীতাদের ক্ষেত্রেও মাস্ক পরিধান এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইন ধরে সেবা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরকে এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই নির্দেশনাগুলো বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধান, আঞ্চলিক কেন্দ্র ও তথ্য প্রযুক্তি দপ্তরগুলোয় পাঠানো হয়েছে।