২৮ মার্চ ২০১৯, ১৯:১১

জবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

বহিষ্কৃত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. হাসানুজ্জামান।  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার কলাভবন প্রাঙ্গণে কতিপয় শিক্ষার্থী একজন শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করে এবং এর প্রতিবাদ করতে গিয়ে হামলার ঘটনা ঘটে।

ঘটনাটির প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. হাসানুজ্জামানকে (আইডি ই ১৬০১০৪০০১)-কে সাময়িক বহিষ্কার এবং একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী মো. সামিউল আল সাবাহ্ (আইডি ই ১৬০১০৪০২০) এবং ইউনুস মিয়া (আইডি ই ১৬০১০৪০৩০)-কে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।