২৮ মার্চ ২০১৯, ১৩:৩৩

বাসের দাবিতে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও ঢাকা কলেজ শিক্ষার্থীদের

মানববন্ধন ও বিক্ষোভ শেষে অধ্যক্ষের কার্যালয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের পরিবহনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস দেওয়ার দাবিতে ঢাকা কলেজ অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। বৃহিস্পতিবার দুপুরে কলেজে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে কার্যালয় ঘেরাও করেন তারা। সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, বাস সঙ্কট দূর করাসহ নানা সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দাবি পূরণের ব্যাপারে কথা বলেন।

কিন্তু সেখান থেকে তারা ইতিবাচক সাড়া পাননি। পরে কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লার কার্যালয় ঘেরাও করে রাখেন। এসময় সাধারণত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগও একাত্মতা প্রকাশ করেন বলে তারা জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজের ২৫ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র চারটি বাস রয়েছে। এতে তাদের চলাচল করতে গিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা সমাধানে বাড়তি বাস যুক্ত করাসহ সকল রুটে বাস দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা।