শিক্ষক হতে এসে ছাত্রলীগের হামলার শিকার চবি শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে আসলে সাবেক এক ছাত্রকে মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। শিবির সন্দেহে এমদাদুল হক নামের ওই সাবেক শিক্ষার্থীকে মারধর করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার এমদাদুল প্রাণিবিদ্যা বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে মারধরকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি গ্রুপের কর্মী এবং শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসাবে পরিচিত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষ দিতে ক্যাম্পাসে এসেছিলেন এমদাদুল হক। সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে তাকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তবে পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে এমদাদুল হকের কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
এবিষয়ে জানতে চাইলে সিএফসি গ্রুপের নেতা জামান নূর বলেন, এমদাদ তৎকালীন সময় শিবিরের নেতৃত্ব দিয়েছিল। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস অস্থিতিশীল করতে পারে। এহেন সন্দেহ করে আমাদের কর্মীরা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, এ ব্যাপারে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। তবে এই বিষয়ে জানতে পেরে পুলিশ প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়েছে।
আরো দেখুন: উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়, অবরুদ্ধ শিক্ষকরা