০৯ জুন ২০২৫, ২০:১৫

নিজ বাড়ি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার করেছে পুলিশ  © প্রতীকী ছবি

মাহফুজা আফরিন উপমা (২৩) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আাজ সোমবার (৯ জুন) নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রবিবার (৮ জুন) রাত ১১টার দিকে মাহফুজা আফরিন উপমা খাবার খেয়ে রাতে ঘুমাতে যান। পরদিন আজ সকালে ডেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকতে গিয়ে জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ফ্যানের হুকে ওড়না ঝুলিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।