০৬ জুন ২০২৫, ০৭:২৭

সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ'র ঈদ উপহার বিতরণ

ঈদ উপহার বিতরণ  © টিডিসি

আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)। বৃহস্পতিবার (৫ মে) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক খবরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ। ঈদের আগে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করে কুআ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক ও কুআ এর কার্যনির্বাহী সদস্য ড. নাজমুস সাদাত (শুভ), কুআ-এর সমাজকল্যাণ সহসম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাথীল ইসলাম ডলার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সহসম্পাদক ড. শেখ তারেক আরাফাত (শাওন), কার্যনির্বাহী সদস্য কবরী বিশ্বাস অপুসহ অ্যালামনাইয়ের অন্যান্য সদস্যরা।

সমাজকল্যাণ সহসম্পাদক শহিদুল ইসলাম বলেন, "প্রতি বছর কুআ ঈদে সুবিধাবঞ্চিত মানুষকে উপহার দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও এই আয়োজন। আমরা চাই এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।"

উল্লেখ্য, খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি ঈদে এ ধরনের মানবিক কার্যক্রমের আয়োজন করে থাকে, যার মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন।