জাককানইবিতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ০৫:৩২ PM , আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৫:৩২ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নানা আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে দিবসটির বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ একাধিক কর্মসূচীর আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার। এরপর একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, বিভিন্ন হল, বিভাগ, শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, প্রথম আলো বন্ধুসভা ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, এগারোটা পাঁচ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১২টায় শিক্ষক কর্মকর্তাদের প্রীতি ক্রিকেট ম্যাচ ও ভলিবল প্রতিযোগিতা, বেলা তিনটায় স্বাধীনতা দিবস আন্তঃবিভাগ বিতর্কের ফাইনাল, বেলা চারটায় আলোচনা সভা, বেলা ছয়টায় বীরাঙ্গনাদের সম্মাননা প্রদান, ছয়টা পনোরো মিনিটে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, বেলা সাতটায় সঙ্গীত অনুষ্ঠান ও সর্বশেষে রাত আটটায় নাটক, রেডক্লিফ লাইন পরিবেশিত হবে।