০৫ জুন ২০২৫, ১৭:১১

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের আয়োজনে ঈদের দিন 'মধ্যাহ্নভোজ'

ইসলামী ছাত্রশিবির   © লোগো

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঈদুল আযহার দিন ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীদের জন্য ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’-এর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৫ জুন) সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, 'পবিত্র ঈদুল আযহার দিন ঢাকায় অবস্থানরত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করবে ছাত্রশিবির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা। ঢাকায় অবস্থানরত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সব শিক্ষার্থী আমন্ত্রিত।

এ বিষয়ে ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী কলেজ শাখার সেক্রেটারি রাজীব হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জন্য নিয়ে আসে– আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, আত্মত্যাগ এবং মানবপ্রেমের বার্তা। ঈদের আনন্দ সবার সাথে উদযাপন করতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবির ঢাকায় অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আয়োজন করেছে  মধ্যাহ্নভোজ। আশা করি সবাই সুন্দর স্মরণীয় মুহুর্ত উপভোগ করবে।