০৫ জুন ২০২৫, ০৬:০৩

দ্য ডেইলি ক্যাম্পাসে খবর প্রকাশের পর ববির শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ খাবার

বরিশাল বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ খাবারের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বাড়ি না ফেরা আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য ঈদে এ খাবার দেওযা হবে। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক তৌফিক আলম এ তথ্য জানিয়েছেন।  

এর আগে ঈদে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে হত ৩ জুন ‌‌‌‌স্বপ্নপূরণে মেস-হোস্টেলেই কাটবে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ঈদ, শিরোনামে খবর প্রকাশিত হয়।  

অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক তৌফিক আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সব আবাসিক শিক্ষার্থীরা পরিবার ছেড়ে কষ্ট করে ঈদের দিনেও আবাসিক হলে ঈদ করবেন, তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পড়াশোনা ও বিভিন্ন সমস্যার কারনে হয়তো পরিবার রেখে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হলে ঈদ করছেন। তাদের পরিবারের সে জায়গাটা হয়তো পূরণ হবে না, তবে পরিবারের মতো করেই ঈদের দিনে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: কুয়েট-ববির ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

এ বিষয় শেরে বাংলা আবাসিক হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির জানান, যে সব আবাসিক শিক্ষার্থী আগামী ৭ জুন ঈদুল আজহার দিন শেরে বাংলা হলে অবস্থান করবেন, তাদের নাম, রুম নম্বর এবং মোবাইল নাম্বার শেরে বাংলা হলের নিরাপত্তা প্রহরীর নিকট রেজিস্টার খাতায় ৫ জুন রাত ৯টার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য ঈদের দিন দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে। তাই ঈদের দিন হলে অবস্থান করবে, এমন সবাইকে নাম রেজিস্ট্রি করার জন্য অনুরোধ করা হলো। সবার ঈদ আনন্দময় হোক।