নানা আয়োজনে ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত
নানা আয়োজন আর উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্বনিধারিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এসময় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রাধ্যক্ষরা স্ব স্ব হলে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে গিয়ে সমাবেত হয়।
উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে বের হওয়া ওই র্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান প্রমুখ।
র্যালি শেষে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার। এরপর একে একে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, বিভিন্ন হল, বিভাগ, শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচলনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ শ ম শোয়াইব আহমদ। এরপর বিশ্ববিদ্যালয়ে কর্মরত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীরযোদ্ধাদের পুরস্কৃত করা হয়।