রাকসু নির্বাচনে হলের বাহিরে ভোটকেন্দ্রের দাবি ছাত্রফ্রন্টের
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের কাছে ১২ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার বিকেলে সংগঠনটির রাবি শাখার সভাপতি লিটন দাস ও সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত দাবি সমূহ হলো- যেসকল শিক্ষার্থী নিয়মিত হল ও কেন্দ্রীয় ছাত্র সংসদ ফি প্রদান করে তাদের ভোটাধিকার ও প্রার্থীতা নিশ্চিত করতে হবে, একটি পরিবেশ পরিষদ গঠন ও প্রতি মাসে দুইবার সভার ব্যবস্থা করা, ক্যাম্পাস ও হলগুলোতে সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, ধর্মভিত্তিক সকল প্রকার রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা, হলগুলোতে প্রথমবর্ষ থেকেই সকল শিক্ষার্থীদের আবাসিকতার ব্যবস্থা, হল পর্যায়ের নেতাদের সাথে সভা করে তাদের মতামতের ভিত্তিতে হলের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় নীতিমালা প্রণয়ন, নির্বাচনের আচরণ বিধি প্রণয়নে সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন নেতৃবৃন্দকে যুক্ত করতে হবে, সকল ছাত্র সংগঠন এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠনের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে, ভোট কেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে স্থাপন ও ভোট গ্রহণের সময় সকাল ৮টা – সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্ধারণ করতে হবে, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে, ভোট গ্রহণের আগে খালি ব্যালট বাক্স খুলে প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের দেখাতে হবে, নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের উপর কোনো প্রকার নিয়ন্ত্রণ আরোপ চলবেনা।
প্রসঙ্গত, দীর্ঘ তিনদশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন।