শিশু হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৫:২৪ PM , আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৫:২৯ PM
জয়পুরহাটের পাঁচবিবির এক শিশু স্কুল শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে ‘সচেতন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
নিহত শিশু আব্দুর রহমান জয়পুরহাটের পাঁচবিবি থানার রেজাউল ইসলামের পুত্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪১ তম আবর্তনের শিক্ষার্থী মমিনুল ইসলামের ছোট ভাই।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৪১ তম আবর্তনের শিক্ষার্থী সুস্মিতা মরিয়ম বলেন, আমাদের দেশে অপরাধের যথাযথ বিচার না হওয়ার কারণে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলছে। এমনকি একটা ছোট শিশুকেও আজকে বলি হতে হচ্ছে। আমরা এ ছোট ভাই হত্যার বিচার চাই।
জাবির আইআইটি’র শিক্ষক জনাব মোঃ ফজলুল করিম পাটোয়ারী বলেন, আইনের মারপ্যাচে আমাদের দেশে অপরাধীরা সহজে পার পেয়ে যায়। এই শিশুটির সাথে কারো বিরোধ থাকার কথা নয়। তাহলে কেন তাকে খুন করা হল? শিশুটির পরিবারের কষ্ট হয়তো আমরা অনুভব করতে পারবনা। আমাদের এসবের বিরুদ্ধে জেগে উঠতে হবে। আমরা এ ঘটনার যথাযথ বিচার দাবি করছি।
শিশুটির বড় ভাই মমিনুল ইসলাম বলেন, আমাদের পরিবারের সাথে কখনোই কারও বিরোধ ছিলনা। এরপরও আমার ছোট ভাইকে গলা কেটে, মাথা থেঁতলে দিয়ে ও বুকে পিঠে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হল। আজ প্রায় ১০ দিন অতিবাহিত হলেও প্রশাসন ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমি এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে ভবিষ্যতে আর কারো ভাইকে, সন্তানকে এরকম নৃশংসতার শিকার হতে না হয়।
উল্লেখ্য, গত ১৫ মার্চ পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের এক পরিত্যক্ত স্কুল ভবন হতে ধুরইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছে স্থানীয় লোকজন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এদিকে ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনও প্রশাসন ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।